উড়ন্ত আফগানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

খেলাধুলার বিবিধ September 15, 2019 2,221
উড়ন্ত আফগানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে আফগানদের হারিয়ে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া টাইগাররা।


ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে। সেখানে আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।


নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। আইসিসি র‌্যাংকিংয়ের ১৪ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলে জিতেছে তারা। তাতে সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রশিদ খানের দল। সব মিলিয়ে এগিয়ে তারা।


স্বাভাবিকভাবেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা নিয়ে কৌতূহলী ভক্ত-সমর্থকরা। তাদের চাহিদা নিবৃত্ত করেছে বিসিবিও। প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছে তারা।


তামিম না থাকায় যথারীতি এ ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন সৌম্য ও লিটন। প্রিয় পজিশন ওয়ানডাউনে নামবেন সাকিব আল হাসানকে। পছন্দের চারে খেলবেন মুশফিক। পাঁচ নম্বরে ব্যাট করবেন মাহমুদউল্লাহ।


ছয়ে নেমে রানের গতি বাড়ানোর দায়িত্বে থাকছেন সাব্বির। সাতে নেমে ফিনিশিং টাচ দেবেন মোসাদ্দেক। আটে তাকে সহায়তা করবেন আফিফ। নয়ে ক্যামিও খেলার ভূমিকায় থাকছেন সাইফউদ্দিন।


একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন তাইজুল। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণ দাগাবেন তিনি। বরাবরের মতো পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মোস্তাফিজ। তাকে সমর্থন দেবেন সাইফ।


• বাংলাদেশের সম্ভাব্য একাদশ


সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ