বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন

খেলাধুলার বিবিধ September 1, 2019 3,086
বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন

পুত্র সন্তানের বাবা হলেন চ বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন। আজ রাজধানীর একটি হাসপাতালে তার স্ত্রী দোলার কোল জুড়ে এসেছে এক পুটফুটে সন্তান। নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে এখবর দিয়েছেন রুবেল নিজেই।


সন্তানের বাবা হওয়ার খবর দিয়ে নিজের ফেইসবুক পেজে তার স্ত্রী ও সন্তানের একটি ছবি আপলোড করেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেন,‘আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু’য়া করবেন।’


উল্লেখ্য, ২০১৫ সালের অক্টবরের দিকে হঠাৎ করেই সকলের অগোচরে বিয়ে করেন রুবেল। আলোচিত মডেল কনে হ্যাপি নন, মিডিয়ার একেবারেই বাইরের একজনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।


অবশ্য সে সময় তাঁকে সামনে নিয়ে আসেননি। পরবর্তী সকলের সাথে পরিচয় করে দেন স্ত্রী দোলার সাথে। বিয়ের প্রায় চার বছর পর তাদের ঘরে আসলো প্রথম সন্তান।


প্রথমবারের মতো বাবা হওয়ার মুর্হর্তে বিসিবির কাছ থেকে ছুটিও নিয়েছেন রুবেল। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলবেননা এই পেসার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪