রমরমা টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে তারকা ক্রিকেটারদের পারিশ্রমিক হয়ে গেছে আকাশচুম্বী। ৩০-৩৫ দিনের এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললেই মেলে কাড়ি কাড়ি অর্থ। যা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন যেকোনো ক্রিকেটারই।
বিশেষ করে উন্নত বাড়ি ও দামি গাড়ির দিকেই বেশি ঝোঁক থাকে সবার। তাই নিজেদের থাকার জন্য বিলাসবহুল বাড়ি বানাতে পিছপা হন না কেউই। ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি বাড়িটি বানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
খেলোয়াড়ি জীবনে ৩টি বিশ্বকাপ জেতা পন্টিং, নিজের স্ত্রীর পছন্দে মেলবোর্নের ব্রাইটনে গোল্ডেন মাইল নামক স্থানে ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ (৬৯.৮) কোটি রুপি খরচায় বিশাল এক বাড়ি বানিয়েছেন পন্টিং।
ক্রিকেটারদের মধ্যে বিলাসবহুল বাড়ির মালিকদের মধ্যে শীর্ষ দশের সবাই ভারত এবং অস্ট্রেলিয়ার। মূলত এ দুই দেশের খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাড়তি চাহিদা থাকায়, পারিশ্রমিকও পান অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই বানিয়ে থাকেন বিলাসবহুল সব বাড়ি।
• এক নজরে দেখে যাক ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিলাসবহুল সব বাড়ির মূল্য কত:
১. রিকিং পন্টিং: ৬৯.৮ কোটি রুপি, মেলবোর্নের ব্রাইটনে
২. শেন ওয়াটসন: ৬২.৮ কোটি রুপি, সিডনিতে
৩. যুবরাজ সিং: ৬০ কোটি রুপি, মুম্বাইয়ের উরলিতে
৪. মাইকেল ক্লার্ক: ৫৯.৩ কোটি রুপি, সিডনি হারবরে
৫. ডেভিড ওয়ার্নার: ৪৫.৩ কোটি রুপি, সিডনির গর্ডন বেতে
৬. শেন ওয়ার্ন: ৩৮.৪ কোটি রুপি, মেলবোর্নের ব্রাইটনে
৭. শচিন টেন্ডুলকার: ৩৮ কোটি রুপি, মুম্বাইয়ের বান্দ্রায়
৮. বিরাট কোহলি: ৩৪ কোটি রুপি, মুম্বাইয়ের উরলিতে
৯. রোহিত শর্মা: ৩০ কোটি রুপি, মুম্বাইয়ের উরলিতে
১০. ব্রেট লি: ২৭.৯ কোটি রুপি, সিডনির মিডল হারবরে
সূত্রঃ জাগোনিউজ২৪