যেসব চ্যানেলে দেখবেন ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো

খেলাধুলার বিবিধ May 5, 2019 1,727
যেসব চ্যানেলে দেখবেন ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো

বুধবার আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। সেখানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। তারপর পাড়ি দেবে ইংল্যান্ডে, বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে।ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।


রোববার আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে (স্থানীয় সময় বেলা ১০.৪৫ মিনিট)।


ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিও সরাসরি ত্রিদেশীয় সিরিজ সম্প্রচার করবে।


• আরো যেসব চ্যানেল টুর্নামেন্টটি সম্প্রচার করবে :


বিটি স্পোর্টস— যুক্তরাজ্য।

ফক্স স্পোর্টস ও সেভেন নেওয়ার্ক— অস্ট্রেলিয়া।

সুপার স্পোর্টস দক্ষিণ আফ্রিকা।

এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক ও সিবিএন— কানাডা।

উইলো টিভি— যুক্তরাষ্ট্র।

ইএসপিএন ক্যারিবিয়ান— ওয়েস্ট ইন্ডিজ।

ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি— মধ্যপ্রাচ্য।

টেন স্পোর্টস— পাকিস্তান।