প্লে-অফের কঠিন সমীকরনকে সামনে রেখে রাতে মুখোমুখি পাঞ্জাব-কলকাতা

খেলাধুলার বিবিধ May 3, 2019 1,330
প্লে-অফের কঠিন সমীকরনকে সামনে রেখে রাতে মুখোমুখি পাঞ্জাব-কলকাতা

আইপিএলে আজ প্লে-অফে যাওয়ার লড়াইয়ে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের চান্দিগড় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।


দ্বাদশ আইপিএলে ইতোমধ্যেই প্লে-অফের তিন দল নিশ্চিত হয়ে গেছে। বাকি একটি পজিশনের জন্য লড়ছে চারদল। রয়েছে কঠীন সমীকরনও। এই সব হিসেব কষেই রাতে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডারস।


আসরে এখন পর্যন্ত সমান ১২ ম্যাচ খেলেছে দুই দলই। সমান পাঁচ জয়ে যথাক্রমে পয়েন্ট টেবিলের ছয় ও সাতে অবস্থান করছে তারা। তবে আজকের ম্যাচে যে দল জিতবে সেই দল টিকে থাকবে প্লে-অফের লড়াইয়ে। আর হারলেই এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হতে পারে যেকোন দলের।


সূত্রঃ স্পোর্টসজোন২৪