মুশফিক-মাহমুদউল্লাহর সাহায্যেই আমার সংসার চলছে

খেলাধুলার বিবিধ May 1, 2019 1,281
মুশফিক-মাহমুদউল্লাহর সাহায্যেই আমার সংসার চলছে

বিভিন্ন সময় জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের গরিব-অসহায় ও দুস্থদের মাঝে দান করতে শোনা যায়। এবার তেমনই একটি ঘটনা শোনালেন টিম বয় রবিউল। তিনি জানান, মুশফিক-মাহমুদউল্লাহর সাহায্যেই চলছে তার সংসার।


আজ ১ মে বুধবার বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের লক্ষ্যে বাংলাদেশ ত্যাগ করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সকাল সাড়ে ১০টায় আমিরাটসের একটি বিমানে চড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওযানা দেন তারা।


এ সময় বিমান বন্দর উপস্থিত ছিলেন রবিউলও। তিনি সাংবাদিকদের জানান, দেশ ছাড়ার আগে তিন মাসের জন্য তার পরিবারের ভরণ পোষণের সব খরচ দিয়ে গেছেন মুশফিক-মাহমুদউল্লাহ।


এ সময় রবিউল বলেন, ‘মুশফিক-মাহমুদউল্লাহ না থাকলে আমার পরিবারকে রাস্তায় থাকতে হতো। তিনি আরও বলেন, ‘তারা আমার পরিবারের শুধু খরচ বহনই নয় বরং পিতার ডাক্তার দেখানো ও ঔষধ কেনার সব টাকা দিয়ে গেছেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ চার বছর আগে একটা আটো কিনে দেন।’


সূত্রঃ অনলাইন