আইপিএলে ৩৩তম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে এই দুই দল । ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, স্টার স্পোর্টস ২ ।
এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৭টিতে জয় ও ১টিতে হেরেছে চেন্নাই। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ৩টি জয় ও ৪টিতে হেরেছে সাকিবের হায়দরাবাদ। ৬ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে তারা।
পরপর দুইটি ম্যাচ হেরে আত্নবিশ্বাসে হোঁচট খেয়েছে হায়দরাবাদ। জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ঠিক রাখতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে তারা।
হায়দরাবাদের সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, দীপক হুদা, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবেনেশ্বর কুমার, খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ইমরান তাহির। -স্পোর্টসজোন২৪