এক ইদুর মদের গ্লাসে পড়ে গেছে।
.
.
.
.
.
সেখান দিয়ে একটা বিড়াল যাচ্ছিলো। ইদুর বিড়ালকে বলছে >>>
ইদুর :-তুমি আমাকে এখান থেকে বাহির করো। তারপর যদি ইচ্ছে হয় তুমি আমাকে খেয়ে ফেল।
বিড়াল লাথি মেরে মদের গ্লাস ভেংগে ফেলে। আর ইদুর বাহির হয়েতো দৌড় শুরু করে। তখন বিড়ালের রাগ উঠে যায়।
বিড়াল রেগে গিয়ে বলল>>>
বিড়াল :-শালা মিথ্যাবাদী, ধোকাবাজ, বেইমান। তুইই তো বলছিলি আমাকে এখান থেকে বাহির করো। তারপর ইচ্ছে হলে খেয়ে ফেল।
…ইদুর হাসি দিয়ে বলল, রাগ করিসনা দোস্ত তখনতো আমি নেশার মধ্যে ছিলাম।