৫টা চাবি

পাঁচমিশালী কৌতুক April 25, 2016 983
৫টা চাবি

এক মেয়ে এক সাধু বাবার নিকট গিয়ে তাঁকে জিজ্ঞেস করল...


মেয়েঃ আচ্ছা বাবা, মেয়েরা যদি ৫টা ছেলের সাথে প্রেম করে তাহলে তাকে খারাপ মেয়ে বলে।

আর একটা ছেলে যদি ৫টা মেয়ের সাথে প্রেম করে তাহলে তাকে খারাপ ছেলে বলেনা কেন?


বাবাঃ (অনেকক্ষণ ভেবে) আচ্ছা মা, ধর একটা তালা যদি অন্নের ৫টা চাবি দিয়া খুলে যায় তাহলে ঐ তালাকে কি বলে?


মেয়েঃ নষ্ট তালা বলবে।


বাবাঃ আচ্ছা...ভাল.... ,আর একটা মাত্র চাবি দিয়া যদি অন্নের ৫ট তালা সহজেই খুলে যায় তাহলে ঐ চাবিকে কি বলে?


মেয়েঃ ভাল চাবি বলে।


বাবাঃ তাহলে মেয়েরা হচ্ছে একটা তালা আর ছেলেরা হচ্ছে চাবি।


এইবার লউ ঠ্যালা .......