ক্যারিবীয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল যেখানে যান নিজের জাতটা ঠিকই চেনাতে ভুলেন না। সেটা সিপিএল হোক, হোক সেটা বিপিএল কিংবা আইপিএল—যেখানেই গেছেন মাতিয়ে এসেছেন স্টেডিয়াম। কেন তাকে দলে পেতে মুখিয়ে থাকে দলগুলো, সেটি আরও একবার প্রমাণ করেছেন আন্দ্রে রাসেল। গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৯ বলে ৪৯ রানের বিধ্বংসী এক ইনিংস কলকাতা নাইট রাইডার্সকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়।
অতিমানবীয় ইনিংস খেলার দিন হাঁকিয়েছেন বড় বড় ছক্কা।ক্যারিবীয়ান তারকার ছক্কা দেখে উল্লাসে মেতে ইডেন গার্ডেন। ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারকে দ্বিতীয় ছয় মেরে কেঁদে ফেলেন ম্যাচের নায়ক। কারণ বলটা উড়ে পড়েছে গ্লারির ওপারে। আর ভক্তরা উল্লাসে দাঁড়িয়ে উঠেন। তখনি নিজেকে নিয়ন্ত্রন করতে পারেননি ব্যাট হাতে বিধ্বংসী রাসেল। সঙ্গে সঙ্গেই চোখের জল মুছে বলে দেন, ‘‘বিগ ম্যান্স ডোন্ট ক্রাই’’। বড় ম্যাচের নায়কেরা কখনও কাঁদে না।
এ তো গেল ময়দানের কথা। দারুণ জয়ের দিন ম্যাচ সেরার পুরস্কার জিতেন এই ক্যারিবীয়ান। ম্যাচ শেষে এক প্রতিবন্ধী ভক্তের সাথে দেখা করেন আন্দ্রে রাসেল! সাথে ম্যাচ সেরার পুরুষ্কারটাও দিয়ে দেন সেই ভক্তকে!
ভিডিওতে দেখা যায়, হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী ভক্তকে বুকে জড়িয়ে ধরেন রাসেল। এরপর করমর্দন শেষে তার হাতে ম্যাচ সেরার পুরস্কারটি দিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকে ভক্ত-সমর্থকরা রাসেলকে প্রশসংসায় ভড়িয়ে দেন।