স্বাস্থ্য পরীক্ষায় নির্ধারিত মূল্যের বেশি রাখায় শরীয়তপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিন প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ মার্চ) দুপুরে জেলার ডামুড্যা উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চালানো অভিযানে এ জরিমানা করা হয়।
এসময় স্বাস্থ্য পরীক্ষায় নির্ধারিত মূলের বেশি রাখায় ডামুড্যা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিককে ১০ হাজার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় হ্যাপি মেডিকেল হলকে ৫ হাজার এবং হাজী আলী আজম ক্লিনিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলেয়া বেগম ও জেলা পুলিশের টিম।