বিয়ে করছেন দ্যা ফিজ খ্যাত মোস্তাফিজ। আগামী শুক্রবার বিয়ে। পাত্রীর বাড়ি সাতক্ষিরায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিয়ে উপলক্ষে মোস্তাফিজের কেনাকাটাও শেষ। এখন শুধু মালাবদলের অপেক্ষা। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজের বিয়ে করার বিষয়টি তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কাটার মাস্টার মোস্তাফিজুরের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। ফিজ এখন পর্যন্ত খেলেছেন ৪৩ ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ।
এর আগে গত শনিবার জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতেই সাব্বিরের আকদ হয়। তার স্ত্রীর নাম অর্পা। পড়াশোনা করছেন রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীতে।
সূত্র: আমাদেরসময়.কম