আমার এটার চার্জার টা দরকার্

পাঁচমিশালী কৌতুক April 25, 2016 1,296
আমার এটার চার্জার টা দরকার্

এক মেয়ে তার ফোন হারায় ফেলছে। সে মন খারাপ করে তার বাসায় ফিরে গেলো। তারপর সে কি মনে করে তার ফোন এ কল দিলো যে কেউ ধরে কিনা। এক ছেলে ফোন ধরলো


-হ্যালো, কে বলছেন্?


মেয়েটা - আমি এই ফোন টার মালিক যেটা দিয়ে আপনি কথা বলতেছেন্।


ছেলে- জি, আমি আপনাকেই খুজতেছিলাম । যাক অবশেষে আপনাকে পাওয়া গেলো।


মেয়েটা খুশি হয়ে- আপনি এতো ভালো যে আমাকে ফোন টা ফেরত দেয়ার জন্য অপেক্ষা করতে ছিলেন ? আপনাকে অনেক অনেক ধন্যবাদ্।


ছেলে- আরেহ না, আমার এটার চার্জার টা দরকার্, সেটাও প্লিজ দয়া করে একদিন রাস্তায় ফেলে দিয়ে যাইয়েন.