এক বোকা ব্যাক্তি সকালে পার্কে jogging করতে বের হয়েছেন।
এমন সময় একজন ভদ্রলোকের সাথে ধাক্কা খান।
ভদ্রলোক তাকে বলে, এই ইডিয়েট রাস্তা দেখে চলতে পারো না।
বোকা লোকটি ইংলিস জানত না। সে ভাবল সে মোটা তাই তাকে ইডিয়েট বলেছে। বোকা লোকটি ইংলিস জানত না। সে ভাবল সে মোটা তাই তাকে ইডিয়েট বলেছে। সে ভদ্র লোকটিকে বলল,আমি আর কি ইডিয়েট আমার চেয়ে আমার বাবা বড় ইডিয়েট।