জেনে নিন টাইগার ক্রিকেটারদের কার কোথায় গ্রামের বাড়ি?

খেলাধুলার বিবিধ February 22, 2019 1,605
জেনে নিন টাইগার ক্রিকেটারদের কার কোথায় গ্রামের বাড়ি?

বাংলাদেশের মানুষকে ক্রিকেটই পারে সবাইকে এক কাতারে দাড় করাতে। ক্রিকেট যেন আমাদের প্রাণের সাথে মিশে গেছে। সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক- মাহমুদউল্লাহরা আমাদের ক্রিকেটের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা। এছাড়াও আরো অনেক ক্রিকেটার আছে যারা আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উচু করে প্রতিনিধিত্ব করে।


বাংলাদেশ ক্রিকেটের এই সকল তারকারা উঠে এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে। আজ আমরা জানাবো বাংলাদেশ ক্রিকেটারদের কার জন্ম কোথায় বা গ্রামের বাড়ি কোথায়। চলুন জেনেনি কোন ক্রিকেটারের বাড়ি কোথায়….


১। মাশরাফি বিন মুর্তজা:বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার গ্রামের বাড়ি খুলনার নড়াইলে।


২। সাকিব আল হাসান:বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের গ্রামের বাড়ি খুলনার মাগুরায়।


৩। মুশফিকুর রহিম:লিটল মাস্টার উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্রামের বাড়ি বগুরায়।


৪। মাহমুদউল্লাহ রিয়াদ:সাইলেন্ট কিলার খ্যাত পারফেক্ট ফিনিশার মাহমুদউল্লাহ রিয়াদের বাড়ি ময়মনসিংহে।


৫। তামিম ইকবাল:বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের বাড়ি চট্টগ্রামে। চট্টগ্রামের খান পরিবারের সন্তান তিনি। বাংলাদেশ জাতীয় টিমের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাতিজা তিনি।


৬। মোস্তাফিজুর রহমান:কাটার মাস্টার দ্যা ফিজ উঠে এসেছেন সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রাম থেকে।


৭। রুবেল হোসেন:পেসার রুবেল হোসেনের বাড়ি বাগেরহাট।


৮। সৌম্য সরকার:মোস্তাফিজের মত সৌম্য সরকারের বাড়িও সাতক্ষীরা জেলায়।


৯। সাব্বির রহমান:হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনের বাড়ি রাজশাহী জেলায়।


১০। মুমিনুল হক:বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত ব্যাটসম্যান মমিনুল হক সৌরভের বাড়ি সাগর কন্যা কক্সবাজারে।


১১। মেহেদি হাসান মিরাজ:মেহেদি হাসান মিরাজের জন্ম বরিশাল জেলার কিন্তু তারা স্বপরিবারে থাকেন খুলনায়।


১২। মোসাদ্দেক হোসেন:মাহমুদউল্লাহ রিয়াদের মত মোসাদ্দেক হোসেন সৈকতের বাড়িও ময়মনসিংহে।


১৩। লিটন দাস:বাংলাদেশ দলের এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের বাড়ি দিনাজপুরে।


১৪। নাজমুল হাসান অপু:নাগিন নামে পরিচিত নাজমুল অপুর জন্ম ঢাকেতেই।


১৫। আবু হায়দার রনি:রনির গ্রামের বাড়ি নেত্রকনা জেলায়।


১৬। ইমরুল কায়েস: মেহেরপুর জেলা


১৭। আরিফুল হক: রংপুর জেলা।


১৮। নাসির হোসেন: রংপুর জেলা।


১৯। আবু জায়েদ রাহি: সিলেট।


২০। তাসকিন আহমেদ: ঢাকার মোহম্মদপুরে।


২১। সাইফুদ্দিন: ফেনী জেলা।


২২। মোহাম্মদ আশরাফুল: ঢাকা জেলায়।


২৩। এনামুল হক বিজয়: খুলনা


২৪। নুরুল হাসান সোহান: খুলনা।


২৫। অলক কাপালী- সিলেট


২৬। নাঈম ইসলাম: গাইবান্ধা


২৭। সোহাগ গাজি: পটুয়াখালী


২৮। আল-আমিন :ঝিনাইদহ


২৯। শাহাদাত হোসেন: নারায়ণগঞ্জ


৩০। শাহরিয়ার নাফিস: বরিশাল


৩১। ফরহাদ রেজা: রাজশাহী


৩২। জিয়াউর রহমান: খুলনা


৩৩। নাজিমউদ্দিন: চট্টগ্রাম


৩৪। শুভাগত হোম: ময়মনসিংহ


৩৫। সোহরাওয়ার্দী শুভ: রংপুর


৩৬। তাপস বৈশ্য: সিলেট


৩৭। ইলিয়াস সানী: ঢাকা


৩৮। জহুরুল ইসলাম: রাজশাহী


৩৯। শফিউল ইসলাম: বগুড়া


৪০। জোবায়ের হোসেন লিখন: জামালপুর


৪১। তাইজুল ইসলাম: নাটোর


৪২।আব্দুর রাজ্জাক: খুলনা


৪৩। সৈয়দ রাসেল: যশোর


৪৪। জুনায়েদ সিদ্দীক: রাজশাহী


৪৫। আবুল হাসান: মৌলভীবাজার


৪৬। নাজমুল হোসেন: হবিগঞ্জ