কিডনিতে পাথর হলে এই রোগ সারাতে অনেক অর্থ খরচ হয়। তবে চাইলে আপনি প্রাকৃতিক উপায়েও কিডনির পাথর সারানোর চেষ্টা করতে পারেন। এজন্য আপনাকে প্রকৃত পদ্ধতিটি জানা থাকতে হবে। চলুন দেখে নেয়া যাক অল্প খরচে কীভাবে কিডনির পাথর দূর করবেন-
খালি পেটে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খেলে দূর হবে কিডনির পাথর। অর্থাৎ আপনাকে শুধু লেবু কিনতে হবে। আর পানিতো ঘরে আছেই।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিনের প্রতিবেদনে বলা হয়, কিডনি স্টোন সাধারণত ৪ রকমের হয়। ১ রকমের কিডনি স্টোন বংশানুক্রমে হয়। অন্য ৩ রকমের কিডনি স্টোনের ৮০ শতাংশই ক্যালসিয়ামভিত্তিক। দীর্ঘদিনের কিডনির রোগ থাকলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞদের দাবি, পাতিলেবুর রসে থাকে সাইট্রিক এসিড যা ক্যালসিয়ামজাত পাথরগুলো তৈরি হতে দেয় না। এছাড়া সাইট্রিক এসিড বড় আকারের পাথরগুলোকে ছোট টুকরোতে ভেঙে দেয় যাতে সেগুলি সহজেই সরু মূত্রনালি দিয়ে বেরিয়ে যেতে পারে।
তবে শুধু কিডনির স্টোন দূর করাই নয়, পাতিলেবুর রসে আছে আরও অনেক গুণ। এটা শক্তি বাড়ায়, ওজন কমায়, ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করে, দাঁতব্যথা কমায়, দৃষ্টিশক্তি উন্নত করে, ত্বক পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং লিভার পরিষ্কার রাখে।