শরীয়তপুরে বিএনপি প্রার্থীর ওপর হামলা

দেশের খবর December 24, 2018 1,334
শরীয়তপুরে বিএনপি প্রার্থীর ওপর হামলা

শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদকে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে।


আজ সোমবার দুপুরের দিকে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।


জেলা বিএনপি মহিলা দলে আহ্বায়ক আসমাউল হুসনা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এতে নুরুদ্দিন মাথা ও ঘাড়ে আঘাত পান। আহত হন দলের আরও অন্তত ২৫ নেতাকর্মী। গুরুতর অবস্থায় নুরুদ্দিনকে উদ্ধার করে কুদালপুর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। নুরুদ্দিন আহমেদকে মেরে ফেলার জন্য আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।


এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি সেলিম রেজা জানান, হামলার এ ঘটনা অনাকাঙ্ক্ষিত।