নৌকায় এক ভোট দিয়ে তিনটা জিনিস কিনে নিতে বললেন ইনু...

দেশের খবর December 24, 2018 1,629
নৌকায় এক ভোট দিয়ে  তিনটা জিনিস কিনে নিতে বললেন  ইনু...

ভোটারদের উদ্দেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘৩০ ডিসেম্বর নৌকায় একটা ভোট দেবেন, তিনটা জিনিস কিনে বাড়ি যাবেন। কিন্তু এ জন্য আপনার পকেটের টাকা দেওয়া লাগবে না।’


গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।


ইনু বলেন, জিনিস তিনটা হলো পাঁচ বছরের জন্য বিদ্যুৎ, পাঁচ বছরের জন্য চকচকে পাকা রাস্তা এবং চুরি, ডাকাতি ও সন্ত্রাস ছাড়া শান্তি। এটা আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে।


ইনু আরও বলেন, ‘ভোট পাবে ইনু, আপনি (ভোটার) পাবেন রাস্তা, বিদ্যুৎ ও শান্তি।’


কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু। তবে তিনি জাসদের নেতা–কর্মীদের নিয়েই প্রচারণা চালাচ্ছেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখনো তাঁর প্রচারণায় নামেননি।