ফের বিয়ে করবেন পুতিন

দেশের খবর December 21, 2018 1,170
ফের বিয়ে করবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার বিয়ে করতে পারেন বলে আভাস দিয়েছেন। তবে কাকে বিয়ে করবেন, তা পরিষ্কার করেননি।


রয়টার্সের খবরে জানানো হয়, বৈদেশিক সম্পর্ক এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন পুতিন। ৬৬ বছর বয়সী পুতিন নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কঠোর গোপনীয়তা বজায় রাখেন।


কিন্তু বিয়ে নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর হাসিমুখেই দেন পুতিন। বলেন, একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে আমি আবার বিয়ে করব।


১৯৮৩ সালে লুদমিলা পুতিনাকে বিয়ে করেন রুশ প্রেসিডেন্ট। ২০১৩ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পুতিন ও লুদমিলার দুই মেয়ে। তাঁরা হলেন, ক্যাটরিনা ও মারিয়া। দুজনের বয়সই ৩০ বছরের কাছাকাছি। ক্যাটরিনা ও মারিয়া কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁদের অবশ্য বাবার মতো এত নামডাক নেই।


লুদমিলার সঙ্গে বিচ্ছেদের পর থেকে পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব ছড়িয়েছে। রাশিয়ার একটি পত্রিকার খবর বলছে, অলিম্পিকের সাবেক শরীরকলাবিদ অ্যালিনা কাবেভার সঙ্গে পুতিনের সম্পর্ক রয়েছে। তবে পুতিন এই খবর উড়িয়ে দিয়েছেন।