চুলের নতুন স্টাইল নিয়ে আবারো সাড়া ফেললেন নেইমার। ফিফা রাশিয়া বিশ্বকাপে ভিন্ন হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়েছিলেন তিনি । এবার সেই হেয়ার স্টাইল বদলে নতুন রূপে এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এবার স্টাইল আগেরগুলোর থেকে অনেকটাই আলাদা । নেইমার কোকড়ানো লম্বা চুলে ঝুটি বেধেছেন এবার। গত বুধবার নেইমার পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে । সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে পিএসজি সুপারস্টারের নতুন স্টাইল। ফরাসি লীগ-ওয়ান আসরে প্যারিস সেইন্ট জার্মেই’র জার্সি গায়ে ১৯ ম্যাচে ১৬ গোল আর ৮ অ্যাসিস্ট করে দলকে পয়েন্ট তালিকার শীর্ষে রেখেছেন নেইমার।