বাংলাদেশি ১৫ অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

ইন্টারনেট দুনিয়া December 21, 2018 2,383
বাংলাদেশি ১৫ অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে ১৫টি বাংলাদেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার টুইটার কর্তৃপক্ষ এ তথ্য দেয়। তবে কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি টুইটারের সেইফটি বিভাগ।


টুইটার সেইফটি বিভাগ জানায়, বাংলাদেশ থেকে চালানো কিছু অ্যাকাউন্ট বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাচাইয়ের ভিত্তিতে আমাদের মনে হয়েছে, এসব অ্যাকাউন্ট তথ্য জালিয়াতিতে ব্যবহার করা হচ্ছিল। কয়েকটির সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া লোকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে।


সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকও বৃহস্পতিবার ৯টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানায়।


বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে আছে- বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, বিডিএসনিউজ ২৪ ডটকম, নিউজদিনেররাত ২৪ ডটকম। তবে কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এখনো সেই তথ্য প্রকাশ করেনি ফেসবুক।


ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করে আসা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে এই পদক্ষেপ নেয় ফেসবুক।


ফেসবুক বলছে, বন্ধ করা পেজ ও অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে এবং বিরোধীদের বিপক্ষে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।