সিলেটের ম্যাচ ই কি শেষ ছিলো মাশরাফির ? প্রশ্নের জবাবে যা বললেন তিনি...

খেলাধুলার বিবিধ December 12, 2018 2,034
সিলেটের ম্যাচ ই কি শেষ ছিলো মাশরাফির ? প্রশ্নের জবাবে যা বললেন তিনি...

মিরপুরে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে জয়ে লিড নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সেই ধারা বজায় রাখতে পারেননি টাইগাররা। টানটান উত্তেজনার ম্যাচে ক্যারিবীয়দের কাছে ৪ উইকেটে পরাজয় বরণ করেছে তারা।


৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৪ ডিসেম্বর সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দু’দল। ঘরের মাঠে তো বটে; সেটি আন্তর্জাতিক ক্যারিয়ারেও শেষ ম্যাচ হতে পারে মাশরাফির ।



যখন সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি,স্বাভাবিকভাবেই তখন তার কাছে জানতে চাওয়া হয়-মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এটাই শেষ ম্যাচ কি না?

তিনি বলেন, এটাই শেষ ম্যাচ কি না-তা বলা কঠিন। বরাবর বলে আসছি,

আমি কখনো কিছু ঠিক করে কাজ করি না। এমনই হতে পারে,

পরের ম্যাচ খেলে ভালো লাগছে না; ছেড়েও দিতে পারি।

আমার মন তাৎক্ষণিকভাবে যেটাতে সায় দেয়,সেটাই করি।

আসলে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা কঠিন।



কয়েকদিন আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াই দিয়ে টেস্টে অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। সিরিজের শেষ ম্যাচটি হবে এ গ্রিন স্টেডিয়ামে। সেখানেই হতে পারে দেশের মাটিতে মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। সঙ্গত কারণে সেই ম্যাচে জয় দেখতে মুখিয়ে ক্রিকেট রোমান্টিকরা। ২০১৯ বিশ্বকাপেও ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে দেখতে চান তারা।

অঘোষিত ফাইনাল লড়াই শেষে পরের দিন হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন মাশরাফি। এরপর নিজ এলাকায় গিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি।