অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন?

পাঁচমিশালী কৌতুক April 25, 2016 1,178
অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন?

সহকারীকে প্রশিক্ষণ দিচ্ছেন

–চিকিৎসকঃ আচ্ছা বল তো, অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন?

সহকারীঃ এ তো খুব সোজা প্রশ্ন স্যার। রোগী জেগে থাকলে আপনার অপারেশন কিভাবে করতে হয়,সেটা শিখে ফেলবে। আর পরে ওই রোগী যদি নিজেই ডাক্তার খানা খুলে অপারেশন শুরু পথে বসে যাব। এ জন্যেই রোগীকে অজ্ঞান করা হয়, স্যার।