জন্মদিনে নিজের অফিসিয়াল অ্যাপ চালু করেছেন কোহলি। নাম ‘বিরাট কোহলি অ্যাপ’। অ্যাপে একটি ভিডিও আপলোড করেছেন কোহলি। ভিডিওতে দেখা যায় ভক্তদের বিভিন্ন ম্যাসেজের উত্তর দিচ্ছেন কোহলি।
এর মধ্যে এক ভক্তের ম্যাসেজ পড়ে মেজাজ বিগড়ে যায় তার। ওই ভক্ত কোহলিকে লিখেছিলেন, ‘তিনি (কোহলি) অতি মূল্যায়িত ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ে বিশেষ কিছু নেই। ভারতীয়দের তুলনায় আমার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরই বেশি ভালো লাগে।’
ভক্তের এই মন্তব্যের প্রতিক্রিয়া কোহলি তাকে দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমার মনে হয় না আপনার ভারতে থাকা উচিত। দেশ ছেড়ে অন্য কোথাও থাকুন।
আমাদের দেশে থেকে কেন অন্য দেশকে ভালোবাসছেন? আমাকে পছন্দ করেন না, তাতে কিছু মনে করিনি। কিন্তু আমি মনে করি এ দেশে থেকে আপনার অন্য দেশের কিছু পছন্দ করা উচিত না। আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন।’
কোহলির এমন মন্তব্য ভালোভাবে নিতে পারেননি অনেক ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। কোহলির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় টুইটারে একজন লিখেছেন, ‘বিরাট, আমি জার্মানি যেতে চাই। চেষ্টা করেও সফল হতে পারিনি। ভিসা প্রসেসিংয়ে তুমি আমাকে সাহায্য করতে পারো?’
নারায়ণ নামে আরেক ক্রিকেটপ্রেমীর লিখেছেন, ‘কোনো নাগরিককে দেশ ছেড়ে চলে যেতে বলার অধিকার তোমার নেই বিরাট।’
আরেক ভক্ত কোহলিকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘প্রিয় কোহলি, আমি দক্ষিণ আফ্রিকার এবিডি (ডি ভিলিয়ার্স) আর নিউজিল্যান্ডের উইলিয়ামসনকে পছন্দ করি। কোথায় গিয়ে থাকা উচিত বুঝতে পারছি না।’
সূত্রঃ পরিবর্তন.কম