কাজের মেয়ের জন্মদিন পালন করলেন তাসকিন

খেলাধুলার বিবিধ November 3, 2018 1,323
কাজের মেয়ের জন্মদিন পালন করলেন তাসকিন

আজকে তাসকিন বা তার পরিবারের কেউ নয়, তাদের পরিবারের কাজের মেয়ে কল্পনার আজ জন্মদিন। তবে কল্পনা কখনো- তাসকিনের বাসায় কাজের মেয়ের মত ছিল না। সে পরিবারের ই একজন। তাইতো তার জন্মদিনে স্পেশাল আয়োজন ই করা হল।


কেক কেটে পালন করা হল কল্পনার জন্মদিন। কল্পনার জন্মদিন পালনের ছবি প্রকাশ করে সিয়াম হোসাইন শান্ত নামে একজন ফেসবুকে লিখেছে-


‘শুভ জন্মদিন কল্পনা। প্লেয়ারা তো কাজের মেয়ে কে খেতে দেয় না এক সাথে নিয়ে যায় না। নানান সময় নিউজ হয় । তাসকিন ভাইয়ার বাসায় গেলে কোন দিন মনে হয়নি যে,কল্পনা তাদের আলাদা কেউ। এক টেবিলে ভাত খায়,আর আজকে সেই কল্পনার জন্মদিন।’


সূত্রঃ জুমবাংলা