অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটারদের খাবার মেন্যুতে গোমাংস!

খেলাধুলার বিবিধ November 3, 2018 1,161
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটারদের খাবার মেন্যুতে গোমাংস!

সামনে হাইভোল্টেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাবে কোহলিরা। আর সেই সিরিজ চলাকালীন ভারতীয় দলকে যে খাবার পরিবেশন করার পরিকল্পনা রয়েছে তাতে রয়েছে গোমাংস। সূত্র: মুম্বাই মিরর


এতে প্রবল আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা অস্ট্রেলিয়ার কাছে আবেদন করেছে, বিরাট বাহিনীদের খাদ্য তালিকা থেকে যেন গোমাংস তুলে নেয়া হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এর উত্তরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, খাবারে প্রোটিনের পরিমাণ ঠিকঠাক রাখার জন্যই মেনুতে গোমাংসা রাখা হয়েছে।তবে পাল্টা যুক্তি দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


তাদের বক্তব্য, দলে একাধিক নিরামিশাষী ক্রিকেটার রয়েছেন। সেক্ষেত্রে খাদ্য তালিকায় গোমাংসের আধিক্য থাকলে সেই সব ক্রিকেটারদের সমস্যায় পড়তে হবে। -যুগান্তর অনলাইন