১) ‘এমন একটি কাপের নাম
বলো দেখি ভাই।
যে কাপেতে চা চিনি
দুধ পানি একটুও নাই।’
উত্তর: বিশ্বকাপ
২) ‘একটি শহরের নাম,
যা খোলা নয়।
কিন্তু সত্যি তা নয়,
না বলতে পারলে
সবাই বোকা কয়।’
উত্তর: খুলনা
৩) ‘এমন একটা গাই আছে,
যা দেই তা-ই খায়,
পানি দিলে মরে যায়।’
উত্তর: আগুন
৪) ‘এমন একটা দেশ চাই,
যে দেশে মাটি নেই।
এমন আজব দেশের নাম,
কি বলো তো ভাই।’
উত্তর: সন্দেশ