মজার ধাঁধা সমগ্র - ৭৬তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 21, 2018 3,936
মজার ধাঁধা সমগ্র - ৭৬তম পর্ব

১) তোমার বৌ তুমি গেলে দেয় না, কিন্তু আমি গেলে দেয়।


উত্তর: ঘোমটা


২) রাতের নিঝুম পথে কে চলেছে ছুটে, রয়েছে কাছে অনেক টাকা পাছে বা কেউ লুটে।


উত্তর: রানার


৩) ‘জঙ্গল থেকে বের হয় টিয়ে,


সোনার টোপর মাথায় দিয়ে।


পেট থেকে বের হয় কলা,


তোমরা কি কিছু বুঝলা?’


উত্তর: কলার থোড়


৪) ‘একটা মাথা তিনটা পা,


চললে বলি আগে আগে।


থামলে বলি হায় হায়,


প্রাণটা বুঝি রাখা দায়।’


উত্তর: সিলিং ফ্যান