মজার ধাঁধা সমগ্র - ৭৫তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 19, 2018 2,798
মজার ধাঁধা সমগ্র - ৭৫তম পর্ব

১) তোর দেশেতে সূর্য ওঠে


সকাল বেলা ভোর বেলাতে


বলতো দেহি কোন দেশেতে


সূর্য ওঠে মাঝ রাতেতে।


উত্তর: নরওয়ে


২) রাঙ্গা বিবি জামা গায়,


কাটিলে বিবি দুই খান হয়।


উত্তর: মসুরির ডাল


৩) অন্ধ নদী পিছল পথ


হয়না দিন, সদা রাত,


নদীর জন্য সোবেশাম,


পায়ে পড়ে মাথার ঘাম।


উত্তর: পেট


৪) রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে,


তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে।


উত্তর: চোর।