সাংবাদিকদের দিকে ঢিল ছুড়লেন মাশরাফি!

খেলাধুলার বিবিধ October 18, 2018 1,520
সাংবাদিকদের দিকে ঢিল ছুড়লেন মাশরাফি!

মাশরাফি বিন মুর্তজা সবসময়ই মজা করতে ভালবাসেন। তেমনি তার এক মজার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জিম্বাবোয়ে সিরিজ সামনে রেখে অন্যান্য দিনের মতো বুধবারও অনুশীলন চলছিল মিরপুরের হোম অব ক্রিকেটে।


সেখানে শের-ই-বাংলা স্টেডিয়ামের রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন সংবাদকর্মীরা। হঠাৎ তাদের গায়ে ঢিল পড়তে লাগল। প্রথমবার ঢিলটা যার গায়ে গিয়ে পড়ল তিনি খুব একটা গুরুত্ব দিলেন না। আবার ঢিল ছোড়া হলো। এবার সবাই একটু নড়েচড়ে বসল। দিনের বেলায় ঢিল পড়ছে কোথা থেকে!


সবাই অবাক। তৃতীয়বারে গিয়ে ‘অদৃশ্য ভূত’ ধরা পড়ে গেলেন। সবাই তো দেখে বিস্মিত। এ তো আর কেউ নন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


মাশরাফি ঢিল ছুড়ছেন, এমন দৃশ্য আবার অনেকেই ভিডিও করেছেন। সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। -যুগান্তর অনলাইন