মজার ধাঁধা সমগ্র - ৭১তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 15, 2018 2,855
মজার ধাঁধা সমগ্র - ৭১তম পর্ব

১) ‘কোট কাচারিতে বিচার শুনি,


জন্ম আমার বনে।


সবাই আমার পেটে বসে,


কষ্ট পাই না মনে।’


উত্তর: চেয়ার


২) ‘কথা যদি বলি আমি,


তোমরা মনে রাখো।


কথার উল্টা পড়লে


তোমরা পাবে থাক।’


উত্তর: কথা


৩) ‘কোমর ধরে শুইয়ে দাও কাজ যা করার করে নাও।’


উত্তর: শিল নোড়া


৪) ‘কোন শহরে খুলতে মানা, তোমার কী আছে জানা।


উত্তর: খুলনা