কোহলির দাবী খারিজ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড!

খেলাধুলার বিবিধ October 7, 2018 1,466
কোহলির দাবী খারিজ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড!

বিদেশ সফর চলার সময় গোটা সফরেই ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রীদেরও রাখতে দেওয়া হোক। একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই-এর কাছে এমনই দাবি করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। যদিও, সেই দাবি খারিজ করে দিয়েছে বিসিসিআই পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসক কমিটি।


বর্তমান নিয়মে বিদেশ সফর চলাকালীন দু’সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রীরা থাকার অনুমতি পান। এই নিয়ম তুলে দেওয়ার জন্যই বিসিসিআই কর্তাদের কাছে সওয়াল করেছিলেন বিরাট।


বিসিসিআই-এর পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসক কমিটি অবশ্য এখন এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ। নির্বাচিত হয়ে নতুন যে কমিটি বোর্ডে ক্ষমতায় আসবে, এই বিষয়টি তাদের উপরই ছাড়তে চায় বর্তমান কমিটি।


সূত্রঃ এবেলা