টাইগারদের কার গ্রামের বাড়ি কোথায় জেনে নিন

খেলাধুলার বিবিধ October 7, 2018 2,250
টাইগারদের কার গ্রামের বাড়ি কোথায় জেনে নিন

একনজরে দেখে নি টাইগার ক্রিকেটারদের কার কোথায় গ্রামের বাড়ি-


মাশরাফি বিন মুর্তজা: বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার গ্রামের বাড়ি খুলনার নড়াইলে।


সাকিব আল হাসান: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গ্রামের বাড়ি খুলনার মাগুরায়।


মুশফিকুর রহিম: টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের গ্রামের বাড়ি বগুরায়।


মাহমুদউল্লাহ রিয়াদ: জাতীয় দলের পারফেক্ট ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের বাড়ি ময়মনসিংহে।


তামিম ইকবাল: তামিম ইকবালের বাড়ি চট্টগ্রামে। চট্টগ্রামের খান পরিবারের সন্তান তিনি। বাংলাদেশ জাতীয় টিমের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাতিজা তিনি।


মুমিনুল হক সৌরভ: তার বাড়ি কক্সবাজারে। তামিমের প্রতিবেশি বলা যায় মুমিনুলকে।


নাসির হোসেন : বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনের গ্রামের বাড়ি রংপুরে।


শাহরিয়ার নাফিস: জাতীয় দলের এক সময়ের সেরা ওপেনার শাহরিয়ার নাফিসের বাড়ি

পিরোজপুরে।


রুবেল হোসেন: রুবেল হোসেন উঠে এসেছেন খুলনার বাগেরহাট থেকে।


সোহাগ গাজী : সোহাগ গাজীর বাড়ি বরিশালের পটুয়াখালীতে।


আল-আমিন হোসেন: জাতীয় দলের পেসার আল-আমিন হোসেনের গ্রামের বাড়ি ঝিনাইদহে।


তাসকিন আহমেদ: তানকিন ঢাকার স্থানীয়। মোহাম্মদপুরে বাসা তার।


মুস্তাফিজুর রহমান: মুস্তাফিজুর রহমান উঠে এসেছেন সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রাম থেকে।