

মাশরাফি বিন মুর্তজার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেস্ট দলে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেইসবুকে পোস্ট দিয়ে বলেন- তিনি অনুপ্রেরণার আরেক নাম … শুভ জন্মদিন ম্যাশ!
মাশরাফির জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুকে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্যতম পেসার রুবেল হোসাইন। তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন মিস্টার ক্যাপ্টেন অনেক অনেক দোয়া আপনার ও আপনার পরিবারের জন্য ..’
তাছাড়া আজ শুধু মাশরাফি বিন মুর্তজার একার জন্মদিন নয়। তাঁর ছেলে সাহেল মুর্তজারও জন্মদিন। মা হামিদা মুর্তজার কোল আলোকিত করে কৌশিক দুনিয়াতে এসেছিলেন ১৯৮৩ সালের ৫ অক্টোবর। আর ছেলে সাহেলও এসেছে একইদিনে ২০১৪ সালে।









