চলন্ত ট্রেনে ওঠার চেষ্টার সময় পড়ে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ।
পুলিশ জানিয়েছে শনিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
আন্তনগর উপবন এক্সপ্রেস রাত সোয়া ১০টার দিকে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়, সিলেট রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান ।
“স্টেশনের পূর্ব দিকে ৫০ গজ চলন্ত এই ট্রেনে উঠার চেষ্টা করে দুই যুবক। কিন্তু উঠতে না পেরে তারা পড়ে যায়। এ সময় ট্রেনের চাকায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ তাদের নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি ।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছে ওই দুই যুবক সিলেটের কিন ব্রিজের ওপর রিকশা ঠেলার কাজ করত বলে । তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।