চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম কিরণগঞ্জে এক আসামিকে ধরতে গিয়ে ভারত ভূখন্ডে ঢুকে পড়েন শিবগঞ্জ থানার এএসআই সফিকুল। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় কিরণগঞ্জ বিওপি’র বিজিবি সদস্যরা তাকে ফিরিয়ে নিয়ে আসে। বর্তমানে তাকে কিরণগঞ্জ বিওপিতে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান। জানা গেছে, দুপুর ২টার দিকে শিবগঞ্জ থানার এএসআই সফিকুল একজন কনস্টেবলকে নিয়ে কিরণগঞ্জ সীমান্ত এলাকার জমিনপুর গ্রামে এক আসামিকে ধরতে যান। এসময় ওই আসামি দৌড়ে ভারতের দিকে পালিয়ে গেলে এএসআই সফিকুলও তার পিছে পিছে দৌড়ে ভারতের চুরি অনন্তপুর সীমান্তে ঢুকে পড়েন।
বিষয়টি তৎক্ষণাৎ বুঝতে পেরে বিএসএফের মাধ্যমে কোনো অঘটন ঘটার আগেই টহলরত কিরণগঞ্জ বিওপি’র বিজিবি সদস্যরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে ফিরিয়ে এনে কিরণগঞ্জ ক্যাম্পে রাখেন। পরে বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।
সূত্রঃ অনলাইন