যাদের নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু, তাদের চরিত্র সম্পর্কে জানুন

লাইফ স্টাইল September 8, 2018 2,481
যাদের নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু, তাদের চরিত্র সম্পর্কে জানুন

একজন মানুষ সম্পর্কে হুট করে কোনো কিছু জানা সম্ভব হয় না। কিন্তু নামের প্রথম অক্ষর দিয়ে সে মানুষটির ব্যাক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই জেনে নেওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র মতে কোনও ব্যক্তির নাম বা নামের প্রথম অক্ষরই তাঁর ব্যাক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক।


A: আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি ‘A’ হয়, তা হলে শাস্ত্র মতে আপনি একজন বাস্তববাদী, বুদ্ধিজীবী, স্মার্ট ও রসজ্ঞান সম্পন্ন মানুষ। আপনার মধুর ব্যবহারের জন্য লোকে আপনার প্রতি বিশেষ ভাবে আকর্ষিত হয়।


B: আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি ‘B’ হয়, তা হলে শাস্ত্র মতে আপনি একজন স্পর্শকাতর, আত্মবিশ্বাসী, উদার প্রকৃতির ব্যক্তি। বেশির ভাগ ক্ষেত্রে আপনি আবেগ দ্বারা চালিত হন। আপনি স্বাধীন সত্ত্বা বিশিষ্ট একজন মানুষ। আপনার ভাবনা চিন্তা, কাজ-কর্মের ধরন একেবারে আলাদা।


C: আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি ‘C’ হয়, তা হলে শাস্ত্র মতে আপনি একজন আবেগপ্রবণ মানুষ। তবে আপনার মধ্যে যে আবেগ আছে, তার উপর আপনার ভীষণ নিয়ন্ত্রণ আছে। আপনি আপনার কামনা বাসনাকে বিশেষ ভাবে সংযত রেখে চলেন। আপনি বিশেষ ভাবে সামাজিক ব্যক্তি।


D: আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি ‘D’ হয়, তা হলে শাস্ত্র মতে আপনি একজন খুব জেদি, আশাবাদী প্রকৃতির মানুষ। আপনি যে কোনও সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বস্ত। আপনার ভাবনা চিন্তা, কাজ-কর্মের ধরন একেবারে আলাদা।


E: আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি ‘E’ হয়, তা হলে শাস্ত্র মতে আপনি একজন বিদ্যান, উদ্যমী ও কৌতুহলী স্বভাবের মানুষ। আপনি সব সময় বৌদ্ধিক আলোচনা ভালবাসেন। আপনি অত্যন্ত শক্ত মনের মানুষ। বেশির ভাগ ক্ষেত্রে আপনি আবেগ দ্বারা চালিত হন না, বিপদে তেমন বিচলিত হন না।


F: আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি ‘F’ হয়, তা হলে শাস্ত্র মতে আপনি খুবই রোমান্টিক প্রকৃতির মানুষ। আপনি একজন আবেগপ্রবণ, স্নেহশীল মানুষ এবং সেই সঙ্গে আপনি একজন দায়িত্বশীল জীবনসঙ্গী।


G: আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি ‘G’ হয়, তা হলে শাস্ত্র মতে আপনি স্বাধীনচেতা, কিছুটা আত্মকেন্দ্রীক প্রকৃতির মানুষ। আপনার ব্যাক্তিগত জীবনে বা স্বাধীন জীবনযাত্রায় কেউ হস্তক্ষেপ করুক, তা আপনি চান না। আপনি নিজের ভাবনা চিন্তা, আবেগগুলোকে একান্ত ব্যক্তিগতভাবে গোপন রাখতেই ভালবাসেন।


H: আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি ‘H’ হয়, তা হলে শাস্ত্র মতে আপনি খুবই স্পর্শকাতর, আবেগপ্রবণ প্রকৃতির মানুষ। বেশির ভাগ ক্ষেত্রে আপনি আবেগ দ্বারা চালিত হন। আপনি খুবই রোমান্টিক, কিন্তু খুবই মুখচোরা প্রকৃতির মানুষ।


I: আপনার নামের ইংরেজি বানানের নামের প্রথম অক্ষর যদি ‘I’ হয় তবে, আপনি বিলাসবহুল জীবন যাপনে বিশ্বাসী। আপনি সকলের থেকে নিজের প্রশংসা প্রত্যাশা করেন। আপনি সব সময় হইচইপূর্ণ জীবন ভালবাসেন। বেশীর ভাগ সময় আপনি উদার ও সাহায্যকারী। আপনি একজন দায়িত্বশীল জীবনসঙ্গী। জিনিউজ