পাটক্ষেতে শিশুকে ‘ধর্ষণ’ করলেন ৬৫ বছরের বৃদ্ধ

দেশের খবর September 7, 2018 1,602
পাটক্ষেতে শিশুকে ‘ধর্ষণ’ করলেন ৬৫ বছরের বৃদ্ধ

মানিকগঞ্জের সিঙ্গাইরে ৬৫ বছর বয়সী ছোবান ফকির নামে বৃদ্ধের বিরুদ্ধে মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার এক সপ্তাহ পর সিঙ্গাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা।


অভিযুক্ত ছোবাহান ফকিরের বাড়ি উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামে। স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।


ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট বেলা ১২টার দিকে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী বাড়ির পাশে একা দাঁড়িয়েছিল। তখন প্রতিবেশী বৃদ্ধ আব্দুস ছোবাহান ওই শিশু শিক্ষার্থীকে কৌশলে বাড়ির অদূরে একটি পাট ক্ষেতে ডেকে নিয়ে যায়।


সেখানে নিয়ে পরনের কাপড় টানাটানি করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। তখন মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে ছোবাহান ফকির। এ সময় ওই স্থান দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখে ফেলেন প্রতিবেশী নাজমা বেগম। তিনি এগিয়ে গেলে সেখান থেকে সটকে পরে ছোবাহান।


পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাজলজ্জার ভয়ে ওই দিন কাউকে কিছু না বলে বাড়িতেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে শারীরিক অবস্থার অবনতি ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে পরের দিন সকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্বজনরা।


স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ওই সময়ই তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তিনদিন চিকিৎসার পর গত রোববার তাকে বাড়িতে আনা হয়।থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, স্থানীয় মাতবররা ঘটনাটি গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল।


বিষয়টি জানার পর ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা বুধবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ছোবান ফকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


সূত্রঃ সময় টিভি