মজার ধাঁধা সমগ্র - ৫৭তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer September 5, 2018 1,808
মজার ধাঁধা সমগ্র - ৫৭তম পর্ব

১) জল শব্দটির পাশাপাশি, রাখলে তারে পাই। পাওয়া সেই ফলটির নাম, বলুনতো কি ভাই?


উত্তর: জলপাই


২) এক গাছে এক বুড়ি চোখ তার বার কুড়ি। চোখ না কেটে খেলে গলায় লাগে যে সুড়সুড়ি।


উত্তর: আনারস


৩) কালিদাস পন্ডিতের বাল্যকালের কথা নয় লক্ষ তেঁতুল গাছের কয় লক্ষ পাতা।


উত্তর: ১৮ লক্ষ


৪)কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল। বুড় হলে শাদা হয়, এই তার হাল।


উত্তর: কয়লা