মজার ধাঁধা সমগ্র - ৫৪তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer September 2, 2018 1,313
মজার ধাঁধা সমগ্র - ৫৪তম পর্ব

১. ‘আসলে তারা যাদের স্বভাব, ভাত ছড়ালে হবে না অভাব।’


উত্তর: কাক


২. ‘আসল ছেড়ে বছর গেল, প্রাপ্তিযোগে কি ফল হল?’


উত্তর: আপেল


৩. ‘আগা কেটে ডাল কেটে,


বসাইলাম চারা,


ফুল নাই ফলও নাই


পাতাতেই ভরা।’


উত্তর: পান


৪. ‘আগা গোড়া উল্টে পাল্টে,


যাবেন তিনি রোজ।


সবটা কারো রাজা নহে,


মন্ত্র করে খোঁজ।’


উত্তর: নিয়তি