জেনে নিন বিশ্ববিখ্যাত ১০ ক্রিকেট তারকার মজার ডাক নাম

খেলাধুলার বিবিধ August 29, 2018 1,690
জেনে নিন বিশ্ববিখ্যাত ১০ ক্রিকেট তারকার মজার ডাক নাম

মাশরাফি : বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক মাশরাফির ডাক নাম ‘কৌশিক’।


যুবরাজ সিংহ : বিশ্ববিখ্যাত ভারতীয় এই ক্রিকেটারের ডাক নাম ‘যুবি’।


মিসবাউল হক : পাকিস্তানের এই ক্রিকেট তারকার ডাক নাম হচ্ছে ‘তুক তুক কিঙ্গ’।


শচীন টেন্ডুলকার : ভারতের সাবেক এই ক্রিকেট তারকার ডাক নাম ‘লিটল মাস্টার’।


স্টিভ স্মিথ : অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত ক্রিকেট তারকার নাম ‘স্মাজ’। জো রুট : ইংল্যান্ডের এই ক্রিকেট তারকার ডাক নাম ‘রুটি’ তবে ক্রিকেট খেলায় অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্য তাকে কেউ কেউ ‘রান মেশিন’ও বলে থাকেন।


রিকি পন্টিং : রিকির ডাক নামটিও খবু মজার। তার ডাক নাম ‘পান্টার’। বিশ্ববিখ্যাত এই ক্রিকেটার অস্ট্রেলিয়া দলের খোলোয়াড়।


কেভিন পিটারসন : ইংল্যান্ডের এই ক্রিকেটারের ডাক নামটিও বেশ মজার। তার ডাক নাম ‘কেপি’ হলেও তাকে অনেকেই ‘কেলভিন’ ও ‘কেপস’ বলে ডাকেন।


মুত্তিয়া মুরালীধরন : শ্রীলঙ্কার এই বিশ্ববিখ্যাত ক্রিকেটারের ডাক নাম ‘মুরলি’। ব্রেট লি : অস্ট্রেলিয়ার এই বিশ্ববিখ্যাত ক্রিকেট তারকার ডাক নাম ‘বিং’।