মাকে একাধিকবার মেরেছে, তাই স্ত্রীকে ডিভোর্স দিয়েছি : মোসাদ্দেক

খেলাধুলার বিবিধ August 27, 2018 1,145
মাকে একাধিকবার মেরেছে, তাই স্ত্রীকে ডিভোর্স দিয়েছি : মোসাদ্দেক

মায়ের গায়ে হাত তোলায় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের তারকা ক্রিকেটার বলেন, ‘বিয়ের পর থেকেই আমাকে আলাদা সংসার গড়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে শারমিন।


কিন্তু আমার বাবা নেই, যে মায়ের কারণে আমি আজ ক্রিকেটার। সেই মাকে ছেড়ে কীভাবে আলাদা থাকি? এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ওকে এটা নিয়ে অনেক বুঝিয়েছি।’


সৈকত আরও বলেন, ‘আমি যখন খেলার কারণে ট্যুরে থাকতাম তখন ও আমার মার সঙ্গে ঝগড়া করত। মাকে একাধিকবার মেরেছেও। এসব কারণে আমি গত ১৬ আগস্ট তাকে কোর্টের মাধ্যমে ডিভোর্স দেই।’


স্ত্রীর যৌতুকের অভিযোগ নিয়ে মোসাদ্দেক বলেন, ‘দেখেন ওকে আমি গত ১৬ আগস্ট তালাক দিয়েছি। তার আগে ও কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তালাক দেয়ার পর ও নাটক শুরু করেছে। আমার ক্যারিয়ার ধ্বংসের চক্রান্ত করছে।


তিনি বলেন, ‘আমি মনে করি যে এত খারাপ সময় আমার আসেনি যে যৌতুক নিয়ে আমার চলতে হবে। আমি শুনেছি যে ডিভোর্স দিলে নাকি এমন নারী নির্যাতন বা যৌতুকের একটা মামলা করা হয়। তারাও হয়তো তাই করেছে।’


আক্ষেপ করে সৈকত বলেন, ‘ছেলে হয়ে জন্মে ভুল করেছি। আজ মেয়েরা যা বলে তাই সত্যি হয়। আমাদের কথা কেউ সত্যি মনে করে না। ’