মিলনের সময় বিরক্ত করায় যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ

সাধারন অন্যরকম খবর August 26, 2018 2,745
মিলনের সময় বিরক্ত করায় যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ

যৌন মিলনে ব্যস্ত বাঘ ও বাঘিনী। সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। ইট পাটকেল ছোড়াও চলছিল। শেষে বিরক্ত হয়ে এক যুবকের হামলা চালাল রয়্যাল বেঙ্গল টাইগার। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।


বন দফতরের কর্মীরা জানিয়েছেন, গত ২১ অগস্ট রণথম্ভোর জাতীয় উদ্যান লাগোয়া এন্দা গ্রামের পাশে জাতীয় উদ্যানের এলাকার মধ্যেই একটি ঝোপের আড়ালে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার যৌন মিলনে রত হয়। সেই দৃশ্য দেখতে কার্যত গোটা গ্রাম ওই এলাকায় ভিড় জমায়। একটি বড় গাছে উঠে পড়েন বহু মানুষ।


পাশাপাশি বাঘ ও বাঘিনীকে ইট-পাটকেল ছোড়াও শুরু হয়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাল্টা হামলা চালায় বাঘটি। বাকিরা পালাতে সক্ষম হলেও সামনে পড়ে যান মোহন নামে এক যুবক। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। তখন গ্রামবাসীরা প্রচণ্ড হইচই শুরু করলে ফিরে যায় বাঘটি।


শঙ্কাজনক অবস্থায় মোহনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের শরীরের একাধিক জায়গায় বাঘ থাবা বসিয়েছে। তৈরি হয়েছে গভীর ক্ষত।


সূত্রঃ অনলাইন