পায়ুপথে ১৫টি ডিম ঢুকিয়ে হাসপাতালে যুবক!

ভয়ানক অন্যরকম খবর August 26, 2018 3,249
পায়ুপথে ১৫টি ডিম ঢুকিয়ে হাসপাতালে যুবক!

যৌন উত্তেজক ওষুধ গ্রহণের পর এক ব্যক্তি নিজের পায়ুপথে ১৫টি সিদ্ধ ডিম ঢুকিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এক ডাচ ম্যাগাজিনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, নেদারল্যান্ডের ২৯ বছর বয়সী ওই বাসিন্দা জিএইচবি গোত্রের ওষুধ গ্রহণের পর তার সঙ্গীর সঙ্গে ডিম সিদ্ধ করছিলেন।


ডিমগুলো সিদ্ধ হওয়ার পর সেগুলোর খোসা ছাড়ানোর পর তিনি সিদ্ধান্ত নেন সেগুলো নিজের পায়ুপথে ঢোকানোর। তবে সেগুলো ঢোকানোর পরই বিপাকে পড়েন তিনি। প্রচণ্ড পেটে ব্যথার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তির পর দেখা যায় তার হার্টবিট অনেক বেড়ে গেছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।


চিকিৎসকরা সিটি স্ক্যান করার পর জরুরি ভিত্তিতে ল্যাপারোটমি করেন। চিকিৎসকরা জানান, এরপর তার পেট থেকে ডিমগুলো অপসারণ করা হয় এবং পেট স্বাভাবিক অবস্থায় আসে। অপারেশনের পর ওই ব্যক্তিকে কিছু সময়ের জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। কিছুদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন বলেও জানিয়েছেন তারা। -সময় টিভি