মানুষ মারা যাওয়ার পর আমরা তার দেহের সৎকার করি। আমাদের সমাজে আমরা মূলত মৃতদেহকে কবর কিংবা শ্মশানে চিতায় পোড়াই। তবে বিশ্বের কোনো কোনো জায়গায় মৃতদেহ সৎকারের কিছু নিয়ম শুনলে অবাক না হয়ে পারা যায় না।
তেমনটি এক অদ্ভূত প্রথা প্রচলিত আছে ফিলিপাইনের ইফুগাও অঞ্চলে।
এ অঞ্চলের বাসিন্দারা মৃতদেহকে তারা কবর দেয়া বা শ্মশানে চিতায় পোড়ায় না। কেউ মারা গেলে তারা মৃতদেহটিকে তার বাড়ির সামনে চেয়ারে বসিয়ে রাখে!
এরপর তার হাত-পা-মাথা বেঁধে রাখা হয়। যাতে করে সদ্য মৃত সেই ব্যক্তি পড়ে না যান। ঠিক যেন বাড়ির উঠোনে লোকেরা কাজ করছে, আর চেয়ারে বসে থেকে কেউ সেই কাজগুলোর তদারক করছে। এভাবে দেহটি আট দিন পর্যন্ত রেখে দেয়া হয়।
এই আট দিনে তার আত্মীয়-স্বজনেরা মৃতদেহকে ঘিরে নানা আচার-অনুষ্ঠানে মেতে ওঠে। শোক প্রকাশ, হাসি-ঠাট্টা, পার্টি, অ্যালকোহল পানে মেতে ওঠা- এ সবই চলে আসরের মাঝখানে সেই দেহটিকে রেখেই।