১) ‘কলের মধ্যে দিলে পা, ভাগ্যের লিখন হবে তা।’
উত্তর: কপাল।
২) ‘কদমের ভাই সজন রায়,
একশ’ আটটা জামা গায়।
তবু তার সাধ মেটে না,
আরও সে জামা চায়।’
উত্তর: কলাগাছ
৩) ‘কোন গাছে হয় না ফুল, তবু আছে গন্ধ।’
উত্তর: চন্দন
Login | Sign Up |
১) ‘কলের মধ্যে দিলে পা, ভাগ্যের লিখন হবে তা।’
উত্তর: কপাল।
২) ‘কদমের ভাই সজন রায়,
একশ’ আটটা জামা গায়।
তবু তার সাধ মেটে না,
আরও সে জামা চায়।’
উত্তর: কলাগাছ
৩) ‘কোন গাছে হয় না ফুল, তবু আছে গন্ধ।’
উত্তর: চন্দন