মজার ধাঁধা সমগ্র - ৪৪তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer August 15, 2018 1,016
মজার ধাঁধা সমগ্র - ৪৪তম পর্ব

১) ‘আড়াই শত থেকে পাঁচ পঞ্চাশ গেলে,


কালিদাসের ধাঁধায় আর কত পেলে?’


উত্তরঃ শুন্য


২) ‘কাঁচা তুলতুল পাকলে সিঁদুর


এর মানে যে না পারবে


তার দাদা বড় ইঁদুর।’


উত্তরঃ মাটির পাতিল


৩) ‘কাঁধে ঝুলে সঙ্গে যায়, বিনা দোষে মার খায়।’


উত্তরঃ ঢাক


৪) ‘কলকাতাতে লাগল আগুন,


তালুক গেল পুড়ে।


কাঠঘানিতে ধোঁয়া বেরুল,


নারিকেল ভাঙা কুঁড়ো।


উত্তরঃ হুক্কা