কোহলিদের লাঞ্চের মেন্যুতে গরুর মাংস, এরপর…

খেলাধুলার বিবিধ August 12, 2018 1,315
কোহলিদের লাঞ্চের মেন্যুতে গরুর মাংস, এরপর…

ভারত ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ডে রয়েছে। দ্বিতীয় টেস্ট খেলতে ‘হোম অব ক্রিকেট’ নামে খ্যাত লর্ডসে মুখোমুখি হয়েছে দুই দল। সেখানেই ঘটেছে ঘটনাটি। ভারতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই হিন্দু। হিন্দু ধর্মাবলম্বীদের নিষেধ রয়েছে গরুর মাংস খাওয়া।


আর সেই কারণেই বিরাট কোহলিদের লাঞ্চে কেন গরুর মাংসের আইটেম রাখা হলো সেই প্রশ্ন এখন ভারত জুড়ে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে ভক্ত-সমর্থকদের মাঝে। ফুঁসছেন ভারতীয় সমর্থকরা।


টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বিরাট কোহলিদের দেয়া হয়েছে গরুর মাংস! ইংল্যান্ড আর ভারত দুই দলের জন্যই খাবারের মেন্যু ছিল এক।


ধর্মের বিষয়টি হয়তো সেভাবে খেয়াল করতে পারেননি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে এই বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশও করেনি।


ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের টুইটার অ্যাকাউন্টে লর্ডস টেস্টের তৃতীয় দিনের খাবারের মেন্যুর ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।


সমার্থকদের একই প্রশ্ন কেন কোহলির দলকে গরুর মাংস দেয়া হলো? ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা কেন মেনে নিলো?