স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা সূত্রে জানাগেছে, রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড়ের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ সেরারা। অধিনায়ক সার্জিও রামোসের সমান বেতন দেওয়া হবে ক্রোয়াট জাদুকরের মদরিচকে। এবং সেটা মার্কা অনুযায়ী বছরে ১১ মিলিয়ন ইউরো। রোনালদোর বিদায়ের পর রিয়ালে একমাত্র গ্যারেথ বেলই এ দুজনের চেয়ে বেশি বেতন পান।
• জেনে নিন রিয়াল মাদ্রিদে কে কত বেতন পান (সম্ভাব্য):
সাপ্তাহিক বেতন (ব্রিটিশ পাউন্ড)
গ্যারেথ বেল: ৩ লাখ ৫০ হাজার
সার্জিও রামোস: ২ লাখ
লুকা মদরিচ: ২ লাখ
টনি ক্রুস: ২ লাখ
করিম বেনজেমা: ১ লাখ ৫০ হাজার
মার্সেলো: ১ লাখ ৫০ হাজার
ইস্কো: ১ লাখ ২০ হাজার
রাফায়েল ভারানে: ১ লাখ
দানি কারভাহাল: ১ লাখ
কাসেমিরো: ৯০ হাজার
মার্কো অ্যাসেনসিও: ৯০ হাজার
কেইলর নাভাস: ৮৫ হাজার
মাতেও কোভাচিচ (ধারে): ৭৫ হাজার
নাচো: ৭০ হাজার
লুকাস ভাসকেজ: ৬০ হাজার
আলভারো ওদ্রিওজোলা: ৪৫ হাজার
কিকো ক্যাসিয়া: ৩০ হাজার
থিও হার্নান্দেজ (ধারে): ৩০ হাজার
আন্দ্রি লুনিন: ২৫ হাজার
মার্কোস ইয়োরেন্তে: ২৫ হাজার
দানি সেবায়োস: ২০ হাজার
বোর্হা মায়োরাল: ১০ হাজার
সূত্রঃ অনলাইন