গত বছর সপরিবারে ওমরা পালন করেছিলেন। এবার হজ পারন করতে শনিবার বিকালে সৌদি আরব রওনা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সৌদি আরব রওনা হবার আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে দেশবাসীর দোয়া চেয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
স্ট্যাটাসে সাকিব লিখেন,‘ এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’
গত বছরই সাকিব জানিয়েছিলেন, ২০১৮ সালে হজ করবেন। এ কারণে এবারের ক্যারিবিয়ান টি-টায়েন্টি লিগ থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব।